ঠাকুরগাঁও সীমান্তে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ ভারত সীমান্ত দিয়ে ঠাকুরগাঁওয়ে ঢুকছে অবৈধ অস্ত্র। এ ঘটনায় ঠাকুরগাঁও-২ আসনের নির্বাচনি এলাকার সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তবে সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

গতকাল ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার কান্তি ভিটা সীমান্তের মেইন পিলার ৩৮৮/২ আর এলাকার ২০০ গজ বাংলাদেশের ভেতরে বঙ্গভিটা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।

তিনি বলেন, রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বাংলাদেশের ভেতরে প্রতিবেশী দেশ ভারত থেকে আসা একটি রাইফেল ও একটি পিস্তল পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির একটি সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে আগে থেকে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ নানামুখি পদক্ষেপ নেওয়ায় এসব অস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে।

এসব কাজে জড়িত প্রভাবশালী মহলের দিকেও নজর রাখছেন তারা। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, বিজিবি কর্তৃক উদ্ধার হওয়া দুটি দেশীয় অস্ত্র। একটি শুটার গান।

অপরটি পিস্তল। অস্ত্র দুটি আদালতের মাধ্যমে পুলিশ লাইন্সে জমা করা হবে বলে জানান তিনি।