ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আ.লীগের নির্বাচনি অফিস ভাঙচুর

সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা হেনরীর (নৌকা) নির্বাচনি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চুসহ ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত শুক্রবার সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাঁতী মহল্লায় বিএনপির একটি ঝটিকা মশাল মিছিল বের করে। মিছিলকারীরা এলাকায় ত্রাসের সৃষ্টি করে এবং তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ওই নির্বাচনি অফিসে ককটেল বিস্ফোরণ ও হামলা ভাঙচুর করে। এ সময় ওই অফিসে তারা অগ্নিসংযোগের চেষ্টাও করে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ওই অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলে তারা দাবি করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত