দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে রায়গঞ্জ উপজেলার ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে তিনজনকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গতকাল দুপুরে বাসুদেবকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামের ইকবাল হোসেন সরকার (৪১) ও মোবারক হোসেন (৪০) এবং রায়গঞ্জের ধানগড়া মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টায় তারেক সালমানকে (২৭) এ কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। দণ্ডাদেশপ্রাপ্তরা ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার চেষ্টা করছিল। নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হওয়ায় দুপুরের দিকে তাদের আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জাল ভোট দিতে এসেছিল বলে স্বীকার করেন। এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।