ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

এমপি নির্বাচিত হলেন পোশাক খাতের ১৫ উদ্যোক্তা

এমপি নির্বাচিত হলেন পোশাক খাতের ১৫ উদ্যোক্তা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পোশাক খাতের ১৫ উদ্যোক্তা। তাদের মধ্যে ছয়জন একাদশ জাতীয় সংসদেও এমপি ছিলেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন তিনজন। আওয়ামী লীগ, জাতীয় পার্টির মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তারা। আওয়ামী লীগ থেকে পুনর্র্নিবাচিতদের মধ্যে আছেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি বাণিজ্যমন্ত্রী ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ভোট করেন তিনি। ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লা-৯ আসনে নির্বাচিত হন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জয় পান। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচিত হন। এবারের নির্বাচনে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। এই আওয়ামী লীগ নেতা ফরিদপুর-৩ (সদর) থেকে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র থেকে নির্বাচিত পোশাক খাতের অন্য সংসদ সদস্যরা হলেন, নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী। ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত হন তিনি। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে নির্বাচিত হন ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম। স্পেরো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চয়ন ইসলাম হয়েছেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে। তুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে নির্বাচিত হন। স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান চট্টগ্রাম-১৬ থেকে নির্বাচিত হন। এক্সিস নিটওয়্যারের দেওয়ান জাহিদ আহমেদ টুটুল মানিকগঞ্জ-২ থেকে নির্বাচিত। এছাড়া মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল সিরাজগঞ্জ-৫ আসন থেকে জয়লাভ করেন। জাতীয় পার্টির মনোনয়নে পুনর্নির্বাচিত হন শাশা ডেনিমের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে। এছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ও উইসডম অ্যাটায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জয়ী হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত