সিরাজগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া সেনাবাহিনীর ১১ আর্টিলারি ব্রিগেডের অধীনস্থ ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ১১ সেলফ প্রোপেলড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে সিরাজগঞ্জ ও পাবনার শীতার্ত গরিব ও দুঃখী জনগণের মধ্যে ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে ১১ সেলফ প্রোপেলড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মোক্তাদির রহমানের উপস্থিতিতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের শীতার্থদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এদিকে একই সময় পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরকসাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সূফী মোঃ আতাউর রহমান ও ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরান হোসেনের উপস্থিতিতে শীতার্থদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এ দুটি এলাকার সুবিধাভোগীরা সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।