ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আত্মহত্যায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা!

আত্মহত্যায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা!

রাজধানীর লালমাটিয়ায় তামান্না ইসলাম (৩৪) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হেলাল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাতে বাধা দেওয়ায় স্ত্রীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করেন। গতকাল বুধবার দুপুরে তামান্নাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর হেলালকে আটক করে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, তামান্নাকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী হেলাল, যা পুলিশের কাছে স্বীকার করেছেন নিজেই। হেলাল আবাসন নির্মাণ ব্যবসায়ী। এই দম্পতির এক ছেলে রয়েছে। সে পঞ্চম শ্রেণিতে পড়ে। তামান্নার স্বজনরা জানান, হেলাল তার স্ত্রীকে নিয়ে লালমাটিয়ায় বি ব্লকে তার বাবার বাসায় থাকতেন। তার একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে। সকালের দিকে তারা খবর পান, তামান্না অসুস্থ। তাকে পরিবারের সদস্যরা বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দুপুরের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তামান্নার মামা আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার ভাগনি তামান্না অসুস্থ হওয়ার খবরে তারা হাসপাতালে ছুটে যান। এ সময় হেলাল স্ত্রীর মৃত্যুকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। তিনি প্রচার করতে থাকেন, তার স্ত্রী মেঝেতে পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে হাসপাতালের চিকিৎসকেরা তামান্নার মাথায় আঘাতের চিহ্ন দেখিয়েছেন। ফলে তারা নিশ্চিত যে, হেলালই তামান্নাকে পিটিয়ে হত্যা করেছেন।

পুলিশ বলেছে, হেলাল তামান্নাকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন, যা তিনি স্বীকার করেছেন। কারণ হিসেবে হেলালের দাবি, তিনি পারিবারিক সমস্যা নিয়ে হতাশায় থাকতেন। প্রায় সময় আত্মহত্যা করতে চাইতেন। কিন্তু তার স্ত্রী তাকে বাধা দিতেন। গতকালও তিনি আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু স্ত্রী বাধা দেওয়ায় তাকে বাসার রান্নাঘরে থাকা শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া ঢাকা মেইলকে বলেন, হেলাল মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি পারিবারিক ও ব্যবসার কারণে হতাশায় থাকতেন। আত্মহত্যা করতে চাইতেন বলে তার দাবি। গতকালও তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তার মাথায় শিল দিয়ে আঘাত করেন। এতে তামান্নার মৃত্যু হয়। এ ঘটনায় তামান্নার স্বামীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত