নির্বাচন-পরবর্তী সহিংসতা

সিরাজগঞ্জে মারধরের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সিরাজগঞ্জের বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পত্রিকার এজেন্ট ও তার ছেলেকে মারধর ঘটনায় নৌকার সমর্থক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীসহ অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলেকিত বাংলাদেশকে জানান, দৌলত মন্ডল রাজনীতির সাথে জড়িত না হলেও তার বড় ছেলে ব্যবসায়ী মোমিন ও ছোট ছেলে বেলকুচি পৌরসভার অফিস সহকারী নাবিন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের (ঈগল) সমর্থক ছিলেন। এ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল বিজয়ী হন। এ অবস্থায় সোমবার রাতে ওই এজেন্টের ছোট ছেলেকে প্রাননাশের হুমকি দেন ওই ভাইস চেয়ারম্যান ও তার সহযোগীরা। পরদিন সকালে বেলকুচি আদালত পাড়ায় পত্রিকা বিক্রির সময় দৌলত মন্ডলকে বাড়ি ছেড়ে চলে যাবার হুমকি দেন ভাইস চেয়ারম্যান এবং তার ভাড়া বাড়িতে গিয়ে তাদের মারধর করা হয়। এ মামলা তদন্তে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেলকুচির সার্কেল এএসপি ও ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, দৌলত মন্ডলের বড় ছেলে ইয়াবা সেবনকারী ও ছোট ছেলে সন্ত্রাসী। ভোটের দিন তারা আমার ছেলেকে মারধর করেছিল।