জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের (ঈগল) পক্ষে নির্বাচনি কাজ করায় যুবক সাজুকে (২৭) বেদম মারধর করা হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচন পরবর্তী এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে বেলকুচি উপজেলার চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে ওই যুবক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক ও নির্বাচনি কাজ করেছিল। এ নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল (নৌকা) বিজয়ী হন এবং তার সমর্থক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর ভাই আব্দুল মান্নান তাকে পেটানোর জন্য খুঁজেছিল। গতকাল দুপুরে দিকে ওই উপজেলার চালা পলাশ মার্কেটের সামনে যুবক সাজুকে লোহার রড দিয়ে বেদম মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরআগে ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী নিজেও পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল ও তার ছেলেকে মারপিট করেন।