নোয়াখালীতে বার্ষিক পর্যালোচনাবিষয়ক আঞ্চলিক কর্মশালা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বেগমগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মল ফোল্ডার এগ্রিকালচার কম্পেটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আয়োজনে এটিআইর অধ্যক্ষ ডক্টর মোজাম্মেল হোসেনের পরিচালনা কৃষি সম্প্রসারণ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার তানজিলাল আজিজের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের কৃষক ও উদ্যোক্তাদের সমস্যা ও উন্নয়ন মুখী কথা শোনেন এবং উত্তরণের নানা দিক নিয়ে আলোচনা করেন। এতে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের সকল উপজেলার কৃষি অফিসার তাদের নিজস্ব কাজগুলোর কৃষি ও মাঠের ফসলের অবস্থান সম্পর্কে প্রদর্শনী তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এসএসিপি, ডিএই প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, এসএসিপি বিএআরআই অঙ্গ কম্পোনেন্ট কো-অডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার, বিএডিসি অঙ্গে কম্পোনেন্ট ডিরেক্টর মো. রেজাউর রহমান, এসএসিপি, ডিএএম অঙ্গ কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ রাজু আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচলক ও এসএসিপির প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ড. মো. হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি উদ্যোক্তা কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আহসান উল্লাহ সফল, নোয়াখালী উপপরিচালক শহীদুল হকসহ আরো অনেকে।