মিক্সার মেশিনে আটকে শ্রমিক নিহত
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চলন্ত মিক্সার ঢালাই মেশিন পরিষ্কার করার সময় আটকে মো. মোশাররফ হোসেন নামের এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল দুপুরে শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক মো. মোশাররফ হোসেন উপজেলার করেরহাট ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে। খাঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চলন্ত ঢালাই মিক্সার মেশিন পরিষ্কার করার সময় আটকে পড়ে মোশারফ নামের এই শ্রমিক। এরপর গুরুত্বর আহত অবস্থা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার বলেন, মোশারফ নামে ওই শ্রমিককে হাসপাতালে আনার আগেই মারা গেছে। পরে স্বজনেরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে। জারারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, শ্রমিক নিহতের বিষয়ে চরশরত পুলিশ ফাঁড়ির ইনচার্জকে পাঠানো হয়েছে। মরসরাই চরশরত পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, আমি ঘটনাস্থলে যাওয়ার আগে নিহত শ্রমিকের মরদেহ তার বাড়িতে নিয়ে গেছে। কথা বলার জন্য এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিংয়ের কাউকে পাওয়া যায়নি। তারা মরদেহ নিয়ে নিহত মোশারফের বাড়িতে গেছে।