সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ নারীসহ আহত ১৯
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া, ভাঙচুর ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ২ নারীসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হাসিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, পৌর এলাকার হোসেনপুর উত্তর ও দক্ষিণ মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার থেকে সোহেল ও হাকু নামের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ উভয় মহল্লায় ছড়িয়ে পড়ে এবং গতকাল দুপুরে ওই দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষকারীদের ব্যাপক ইটপাটকেলে নবনির্মিত সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামের দরজা, জানালা ও কাচের গ্লাসের ক্ষতি হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন বলেন, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অডিটোরিয়াম ক্ষতিগ্রস্তের বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।