প্রচণ্ড শীতে কাঁপছে বরিশাল। গতকাল বরিশালে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বরিশালের তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। যদিও সূর্যের দেখা মেলে তা শেষ বিকালে মিলতে পারে বলে জানিয়েছে বরিশালের আবহাওয়া অফিস। গত ৩ দিন ধরে আকস্মিক জেঁকে বসা শৈত্যপ্রবাহে বরিশালের মানুষ চরম বিপাকে পরেছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম বলছেন, এমন অবস্থা সামনে আরো দু’তিন দিন চলতে পারে। সকাল থেকে বরিশালে শৈত্যপ্রবাহের সঙ্গে বইছে কনকনে হাওয়া। একদিকে শীত অন্যদিকে কনকনে হাওয়ায় জীবন বাঁচাতে ছিন্নমূল ও বয়স্করা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে বরিশাল নগরীর লঞ্চঘাট, ভাটারখাল, পলাশপুর বস্তিসহ বিভিন্ন এলাকার ছিন্নমূল মানুষের দুর্ভোগের আর শেষ নেই। গত তিন দিন ধরে মিলছে না কোনো কাজ। ফলে অনেকটা অর্ধাহারে থাকতে হচ্ছে দিনমজুরের। এ ছাড়া শীত শুরু হওয়ার পর গত ১০ দিন ধরে নিয়মিত কাজ করতে পারছেন না শ্রমজীবীরা। পাশাপাশি রয়েছে গরম পোশাকের অভাব। প্রচণ্ড শীত থেকে রক্ষায় এখনো এসব ছিন্নমূল মানুষের পাছে এসে দাঁড়ায়নি কেউ। যদিও বরিশালের গৌরনদীতে ৪৫০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে গত শনিবার সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন কাউন্সিলর মো. আল-আমিন হাওলাদার। এর বাইরে বরিশালের কোথাও শীতবস্ত্র বিতরণের খবর মিলেনি।