ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নদী ও কৃষিজমির মাটি লুট

কক্সবাজারে চলছে এস্কাভেটর ও ডাম্প ট্রাকের দাপট

নুরুল হুদা-শামসুল হুদার নেতৃত্বে বিশাল সিন্ডিকেট
কক্সবাজারে চলছে এস্কাভেটর ও ডাম্প ট্রাকের দাপট

কক্সবাজার সদরের ঝিলংজা চান্দেরপাড়া রাবার ড্যামের পশ্চিমে ঘাটকুলিয়াপাড়া অংশে বাঁকখালী নদী তীরের মাটি কেটে নেয়া হচ্ছে এস্কাভেটরের (খনন যন্ত্র) সাহায্যে। এক্সাভেটর দিয়ে মাটি খনন করে তা তুলে দেয়া হচ্ছে ডাম্প ট্রাকে। একের পর এক ডাম্প ট্রাক এসে মাটিভর্তি করে নিয়ে যাচ্ছে গন্তব্যে। জানতে চাইলে ডাম্প ট্রাকচালক আমিন বলেন, ‘এসব মাটি ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি গাড়ি ৯০০ টাকা থেকে ১ হাজার টাকায় বিক্রি করা হয়। এক্সাভেটর ও ডাম্প ট্রাক ভাড়ায় এনে নয়াপাড়া এলাকার নুরুল হুদা ও শামসুল হুদা মাটি বিক্রির ব্যবসা করেন। এলাকাবাসী জানান, গত ১০ থেকে ১২ দিন ধরে নয়াপাড়া এলাকার নুরুল হুদা ও শামসুল হুদা এক্সাভেটর দিয়ে বাঁকখালী নদী তীরের মাটি কেটে নিয়ে যাচ্ছেন। শুধু বাঁকখালী নদী তীরের মাটিই নয়, পিএমখালী শুক্কুর সওদাগরের ইটভাটার পাশে পরানিয়াপাড়া বিল এবং ডিকপাড়া বিলে একে একে তিনটি এক্সাভেটর এবং ২০টি ডাম্প ট্রাক যোগে নদী ও কৃষি জমির মাটি নিয়ে যাওয়া হচ্ছে। দিনে-রাতে সমান তালে নদী ও কৃষি জমির মাটি খনন করে বিক্রি করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের তেমন কোনো ভূমিকা নেই বলে অভিযোগ এলাকাবাসীর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত