ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফুলবাড়ীয়ায় গুম গুটি খেলায় লাখো মানুষের ঢল

ফুলবাড়ীয়ায় গুম গুটি খেলায় লাখো মানুষের ঢল

পৌষ সংক্রান্তির শেষ বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেলিগ্রাম বড়ইআটায় তালুক ও পরগনা সীমানায় শুরু হয়েছে ২৬৫ বছরের ঐতিহ্যবাহী গুম গুটি খেলা। এই খেলাকে ঘিরে প্রতিবারের ন্যায় এবারও লাখো মানুষের ঢল নেমেছে খেলা প্রাঙ্গণসহ আশপাশ এলাকায়। গতকাল বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার তেলীগ্রাম বড়ইআটা এলাকার ফসলি মাঠে এই খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মালেক সরকার। এতে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান রাশেদ, জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশী প্রমুখ।

এ সময় গুম গুটি খেলা দেখতে ফুলবাড়িয়া ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ সদর, ত্রিশাল, মুক্তাগাছা ও ভালুকা উপজেলার লাখো মানুষ এসে জড়ো হয় এই খেলা প্রাঙ্গণে। সূত্র জানায়, ফুলবাড়ীয়া উপজেলার এক ঐতিহ্যবাহী খেলা ‘গুম গুটি’। তবে অনেকেই এই খেলাকে ‘হুম গুটি’ও বলে থাকে। স্থানীয় প্রবীণদের মতে- এই খেলাটির বয়স অন্তত ২৬৫ বছর। তবে এই দাবির পক্ষে দালিলিক কোনো প্রমাণ না থাকলেও শত শত বছর ধরে চলে আসছে এই খেলাটি। স্থানীয়রা জানায়, জমিদারি শাসনামলে মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্তের সাথে ত্রিশালের বৈলরের হেম চন্দ্র রায় জমিদারের সাথে জমির পরিমাপ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই সময় জমিদারি তালুকের প্রতি কাঠা জমির পরিমাপ ছিল ১০ শতাংশ এবং পরগনা এলাকায় প্রতি কাঠা জমির পরিমাপ ছিল সাড়ে ৬ শতাংশ। তখন একই জমিদারের ভূখন্ডে দুই নীতির বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত