ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

খুলনা সাংবাদিক ইউনিয়ন

মানিক সাহা হত্যা মামলা ফের তদন্তের দাবি

মানিক সাহা হত্যা মামলা ফের তদন্তের দাবি

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতারা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিক মানিক সাহার স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে আলোচনা করা হয়। এ সময় বক্তারা সাংবাদিক মানিক সাহার হত্যা মামলার পুনঃতদন্তের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলিপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান প্রমুখ।

২০০৪ সালের এই দিনে খুলনা প্রেসক্লাব থেকে রিকশায় করে আহসান আহমেদ রোডে নিজ বাড়িতে যাওয়ার সময় ক্লাবের অদূরে চরমপন্থিদের বোমা হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। সাংবাদিক মানিক সাহা দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনাস্থ জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলা’র খণ্ডকালীন সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

এদিকে সাংবাদিক মানিক সাহার হত্যাবাষির্কী উপলক্ষ্যে সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচী, রতন সেন পাবলিক লাইব্রেরি, সাংবাদিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত