বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে সাইফুল ইসলাম
ক্ষমতাসীন দলের এমপি হিসেবে সংসদে যেতে চাই
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার (ঢাকা) প্রতিনিধি
ক্ষমতাসীন দলের এমপি হিসেবে সংসদে যেতে চান বলে মন্তব্য করলেন ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ঢাকা-১৯ আসনের এমপি জানান, ‘আমি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি সরকারি দলের এমপি হিসেবেই সংসদে যোগদান করব। আমি বিরোধী কোনো মোর্চার মধ্যে নেই। আমি ইতোপূর্বে বলেছি, এখনও বলছি, আমি সরকার দলের সাথেই থাকব।’ তিনি আরও বলেন, ‘আমি ঢাকা-১৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য নেতাকর্মীদের নিয়ে এসেছি। সাভারের যানজট নিরসনের বিষয়ে মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, হাইওয়ে রোডের যানজট নিরসন মূলত হাইওয়ে পুলিশের কাজ। আমরা হাইওয়ে পুলিশকে নির্দেশনা দিয়েছি, অনেকটা যানজট মুক্ত হয়েছে। আমাদের লোকাল লেনে যে ফুটপাত বসেছিল সেগুলো ইতোমধ্যেই দখলমুক্ত করে যানচলাচলের জন্য সচল করা হয়েছে। এখন অনেকটাই যানজট মুক্ত হয়েছে।’