রাজশাহী কলেজে আট অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী কলেজে আটটি অগ্নিনির্বাপক যন্ত্র বসানো হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এসব অগ্নিনির্বাপক বসানো হয়। যেকোনো অগ্নিকাণ্ড দুর্ঘটনায় প্রাথমিকভাবে প্রতিরোধে কলেজ কর্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কলেজে আটটি অগ্নিনির্বাপক বসিয়েছি। আগে ছিল পাঁচটি। তবে আমাদের প্রশাসন ভবন, লাইব্রেরি, আইসিটি, কেমিস্ট্রি, জিওগ্রাফি ল্যাবগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কাগজ, নথিপত্র ও কম্পিউটার থাকে। শর্টসার্কিটের কারণেও ঝুঁকিপূর্ণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা প্রতিরোধে আরো আটটি অগ্নিনির্বাপক যন্ত্র বসানো হয়েছে। অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, যেখানে অফিসের কাগজপত্র বেশি থাকে, সেসব পয়েন্টগুলোয় অগ্নিনির্বাপক যন্ত্র বসানো হয়েছে। যেন কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। পর্যায়ক্রম সব বিভাগেই অগ্নিনির্বাপক যন্ত্র বসানো হবে। আমাদের কর্মচারীদের এটি ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হবে।