সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মৌলভীপাড়া মহল্লায় অভিযান চালিয়ে হেরোইনসহ নারী মাদক কারবারি সাহিদা খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে একই এলাকার মাহমুদপুর মহল্লার আব্দুল হাইয়ের স্ত্রী। ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।