সাত সহস্রাধিক শীতার্ত মানুষের মধ্যে এমপি শামীমের কম্বল বিতরণ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বরুড়া পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক তালিকা করে ৭ সহস্রাধিক দরিদ্র-অসহায় ও নিম্নআয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন ওই আসনের নবনির্বাচিত এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে সংবর্ধনা না নিয়ে তিনি তার প্রতিষ্ঠিত এস কিউ ফাউন্ডেশনের অর্থায়নে বুধবার দুইটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১ হাজার ৮০০ কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান, থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ তোফায়েল হোসেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার, এম এ হাসেম, সৈয়দ মাহিন উদ্দিন, মাজহারুল ইসলাম মিঠু, নুরুল ইসলাম নুরু, শাহ আলম পাটোয়ারী ও আওয়ামী লীগ নেতা শান্তি রঞ্জন দাস, আবুল হাসেম মেম্বারসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, এমপি মহোদয় (শফিউদ্দিন শামীম) নিজ উদ্যোগে এসকিউ ফাউন্ডেশনের অর্থায়নে তিনি বরুড়া আসনের মোট ১৪৪টি ওয়ার্ডের প্রতিটিতে প্রথম দফায় ৫০টি করে মোট ৭ হাজার ২০০টি কম্বল বিতরণ করছেন। পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান জানান, শীত জেঁকে বসেছে। শ্রমজীবী মানুষের কষ্ট অনেক বেড়েছে। দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষ কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন। অনেকে গরম কাপড়ের উষ্ণতা পেতে চেয়ে আছেন সমাজের বিত্তবানদের মুখপানে। নবনির্বাচিত এমপি শফিউদ্দিন শামীম সংবর্ধনা না নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রথম ধাপে প্রায় সাড়ে ৭ হাজার কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেন।