সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষ থামছে না
আহত ১৩, গ্রেপ্তার দুই
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ থামছে না। এ সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান পৌর এলাকার দত্তবাড়ি ও চক কোবদাসপাড়া মহল্লায় আধিপত্য বিস্তার ও অনৈতিক কর্মকাণ্ডে বাধা নিয়ে উভয়গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে গতকাল দুপুরে ফের কিমত ও বাবু নামের দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ভাঙচুর ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবারো সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে ওই দুইগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ উভয়গ্রুপের ১৭ জন আহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।