ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাত আটক

দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার
কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাত আটক

পর্যটক ও স্থানীয় কেউ তাদের কবল থেকে রক্ষা পেত না। বাদ যায়নি ফিশিং ট্রলারও। স্থল ও জলে তাদের দাপট। অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে সেই সাত ডাকাত। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও ৯ রাউন্ড কার্তুজ। গত বৃহস্পতিবার সৈকতের নাজিরারটেক চরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরারটেক চরপাড়া এলাকায় বালুরচরের মধ্যে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত