ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার বাংলায় কোনো মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না : সুজিত নন্দী

শেখ হাসিনার বাংলায় কোনো মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না : সুজিত নন্দী

বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বাংলায় কোনো মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের ভাগ্য পরিবর্তনে সবসময় কাজ করে যাচ্ছেন। গতকাল সকালে রাজধানীর উত্তর বাড্ডায় সামাজিক সংগঠন স্বপ্নের ফেরিওয়ালার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে একজনও অনাহারে থাকবে না, গৃহহীন থাকবে না। শীতবস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা সে লক্ষ্য নিয়েই কাজ করছেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার উন্নয়নের পথকে আরও মসৃৃণ করতে হবে।

উদ্বোধনী বক্তব্য রাখেন, ঢাকা ১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম, বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাড্ডা ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোতালেব হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত