নির্বাহী প্রকৌশলীর মানবিক উদ্যোগ

কক্সবাজার জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কল্যাণ ট্রাস্ট গঠন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের মানবিক উদ্যোগে জেলার কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। যে ট্রাস্ট থেকে জেলার কর্মকর্তা-কর্মচারীর নিজের এবং পরিবারের সব সদস্যের স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদান করা হবে। কক্সবাজার জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. মোস্তাফিজুর রহমান জেলায় যোগদানের পর থেকেই জেলার বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা তথা বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে স্মার্ট ওয়াশ বাস্তবায়নের নিমিত্তে জেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের একীভূত করে নানামুখী প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি জেলার ডিপিএইচইতে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর জীবনমান উন্নয়নের বিষয়টি অনুধাবন পূর্বক বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাকে প্রাধান্য দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজার জেলা বর্তমান সরকারের উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। সমন্বিত ও স্মার্ট ওয়াশ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি সকলের সহযোগিতা পেলে আগামী ৩ বছরের মধ্যে কক্সবাজার জেলাকে স্মার্ট ওয়াশ জেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হবে। এই সব কার্যক্রমের জন্য আমাদের সব কর্মকর্তা-কর্মচারীর নিজের এবং পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য এবং শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ। সার্বিক বিবেচনায় জরুরি প্রয়োজনে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যেই এই ধরনের কল্যাণ ট্রাস্ট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।