বীজতলা রক্ষায় কৃষকদের ব্যস্ততা বেড়েছে

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আব্দুর রহমান মিন্টু, রংপুর ব্যুরো

রংপুরে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় দেড় সপ্তাহ ধরে সূর্যের দেখা মেলেনি যদিও গত শুক্রবারে দেখা দিয়েছে রংপুরে সূর্যের ছোয়া। এদিকে তীব্র শীত আর ঘন কুয়াশায় চলতি মৌসুমে ভুট্টা, আলু বোরো ধান আবাদের জন্য বীজতলায় কর্মব্যস্ত হয়ে পড়ছেন কৃষকরা। বীজতলায় তীব্র শীতের কারণে দেখা দিচ্ছে নানা সমস্যা। সমস্যা এড়াতে কৃষকসহ কৃষি বিভাগ ব্যস্ত সময় পার করছেন বীজ বাঁচাতে। রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় একই সঙ্গে তীব্র শীত ও ঘন কুয়াশা থেকে বীজতলা রক্ষা করতে কৃষকদের নানা পরামর্শ দিয়ে আসছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তারা পাড়া মহল্লায় গিয়ে স্থানীয় কৃষকদের তীব্র শীতের প্রভাব থেকে ফসল রক্ষায় করণীয় নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন।