দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খুলনার নাগরিক আন্দোলনের ৭ দফা দাবি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা প্রতিনিধি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৭ দফা দাবি জানিয়েছে খুলনার নাগরিক আন্দোলনের নেতারা। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা ৭ দফা দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক ডা. শেখ বাহারুল আলম।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সৃষ্ট দুর্বিষহ অবস্থার দ্রুত অবসান প্রয়োজন। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই বেহাল দশা। বিভিন্ন প্রান্তে বাজার ব্যবস্থায় যে ভয়াবহ সিন্ডিকেট গড়ে উঠেছে তা নির্মূল করতে হবে। সংবাদ সম্মেলনে টিসিবিকে সংস্কার কাজের বিস্তৃতি বাড়ানো, খাদ্য অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ‘ওএমএস’ কার্যক্রমের মধ্যে থাকা দুর্নীতি বন্ধ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিম্ন আয়ের মানুষের মধ্যে সহজলভ্য করা, রমজানে দ্রব্যমূল্য বাড়ানোর অনৈতিক কার্যক্রম কঠোরভাবে দমন, বাজার-খাদ্য মনিটরিংয়ে যুক্তদের দক্ষতা ও সততা নিশ্চিত করা, খাদ্য মজুদ আইন যুগপযোগী করা ও প্রতি জেলায় ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নিয়মিত গণশুনানির দাবি জানানো হয়।