ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাঁথিয়ায় হতদরিদ্রদের মধ্যে শীত বস্ত্রবিতরণ

সাঁথিয়ায় হতদরিদ্রদের মধ্যে শীত বস্ত্রবিতরণ

পাবনার সাঁথিয়ায় হাড়িয়াকাহন যুব স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে গেল ৩ দিন ধরে দিনে রাতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গেল বৃহস্পতিবার সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সরোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, হাঁড়িয়া কাহন যুব স্বেচ্ছাসেবক ফাউন্ডশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন সুমন, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সদস্য ওমর ফারুক, মিরাজুল ইসলাম, সৈকত, মমিন, রাকিবুল ইসলাম, পিয়া খাতুন, শিরিন আক্তার, তাহমিনা আক্তারসহ আরো অনেকে। এ সময় ফাউন্ডেশনের সদস্যরা জানান, আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে গত তিনদিন ধরে (বৃহস্পতি, শুক্র, শনিবার) শুধু দিনে নয়, রাতেও উপজেলার বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত