ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার কর্মীর মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার কর্মীর মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

সিলেটে জৈন্তাপুর সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখার জন্য পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা পুলিশের একজন, সিভিল সার্জনের একজন এবং ফায়ার সার্ভিসের একজন থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের এডিএম ইমরুল হাসান। তিনি বলেন, ‘পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে। আমরা আদেশ পাওয়ার পরপরই কাজ শুরু করেছি।’ এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ৪ নম্বর বাংলাবাজার রাংপানি এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মী নিহত হন।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)।

শনিবার দুপুর ২টার দিকে তিন জনের জানাজা জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। অন্যদিকে, বিকাল ৪টার দিকে বাড়ির পাশেই নেহাল পালের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত