শত বছরের পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বরিশালে নার্সিং কোয়ার্টারের শত বছরের পুকুর ভরাট বন্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরের অমৃত লাল দে সড়কে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে পুকুরটি রক্ষা দাবি জানান। তারা বলেন, বরিশাল নগরে আইন উপেক্ষা করে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। এখন শত বছরের পুকুরটিও রাতের আঁধারে ভরাট করা হচ্ছে। আইনের কোনো প্রয়োগ নেই এই ক্ষেত্রে। পুকুর ভরাটের কারণে জলাবদ্ধতা দিন দিন বাড়ছে বরিশালে। ‘সংক্ষুব্ধ বরিশালবাসী ও বেলা’ ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে পুকুর রক্ষার দাবি জানান বক্তারা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব? রাখেন বেলা সমন্বয়ক লিংকন বায়েন, সম্মিলিত সামাজিক আন্দোলনের এনায়েত হোসেন শিবলু, শুভংকর চক্রবর্তী প্রমুখ।