মেঘনায় ইলেকট্রিক শকে মাছ ধরায় দুই জেলেকে জরিমানা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে ইলেকট্রিক শকে মাছ ধরায় দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে নৌকাসহ মাছ শিকার করার সরঞ্জামাদি। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা। ওই দুই জেলে হলেন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া এবং একই গ্রামের মো. বাছের মিয়ার ছেলে মো. আসাদ মিয়া। অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ। তিনি বলেন, রাতে এই দুই জেলে ব্যাটারিচালিত সরঞ্জামাদি ব্যবহার করে ইলেকট্রিক শকে মাছ শিকার করেন। সংবাদ পেয়ে নৌ-পুলিশসহ আমরা চরভৈরবী লঞ্চঘাট এলাকা থেকে সকাল ৮টায় তাদের মাছ শিকার করার সরঞ্জামাদিসহ আটক করি। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়।