ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রশিক্ষণে ৪০ নারীর অংশগ্রহণ

সিরাজগঞ্জে এলজিইডির কর্মসূচি নারী আয়বর্ধকমূলক প্রশিক্ষণ

সিরাজগঞ্জে এলজিইডির কর্মসূচি নারী আয়বর্ধকমূলক প্রশিক্ষণ

সিরাজগঞ্জে এলজিইডির পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় আয়বর্ধকমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রায় দিনব্যাপী সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে ৪টি ইউনিয়নের ৪০ জন নারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম। এ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, চুরি ও ভিক্ষা করা ছাড়া সব পেশা সম্মানজনক। এজন্য আপনাদের পেশার প্রতি গুরুত্ব দিতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমেই কর্মস্থল উন্নয়ন ঘটবে এবং বেতনের অবশিষ্ট ৪০ শতাংশ টাকা যথাসময়ে প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকতা মো. আনোয়ার সাদ্দাত, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা ও এলজিইডির ট্রেনিং অফিসার মো. মাহবুবুল ইসলাম। এ উপজেলার মেছড়া, কালিয়া হরিপুর, সয়দাবাদ ও কাওয়াকোলা ইউনিয়নের অসহায় ও স্বামী পরিত্যক্ত ৪০ জন নারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং আরো ছয়টি ইউনিয়নের নারীদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত