ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মৃত্যুর সাথে লড়ছে লাহিড়ী

সিরাজগঞ্জে চুল কাটতে বলায় মারধর, গ্রেপ্তার হয়নি আসামি

সিরাজগঞ্জে চুল কাটতে বলায় মারধর, গ্রেপ্তার হয়নি আসামি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গুধিবাড়ী গ্রামের মানুদাকান্ত লাহিড়ীকে (৬৩) বেদম মারধর ও জখম মামলায় অভিযুক্ত আসামিরা এখনও গ্রেফতার হয়নি। তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। ওই গ্রামের মৃত লক্ষীকান্ত লাহিড়ীর ছেলে তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের রাস্তার পাশে চা স্টলে গত ১৬ জানুয়ারি দুপুরের দিকে মাথার চুল কাটার কথা নিয়ে একই গ্রামের মশিউর রহমান গংদের সাথে তার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মশিউর রহমান গং ওইদিন রাতে তাকে জরুরি কথা আছে বলে ফোন করে ডেকে নেয় এবং তার উপর হামলা ও বেধড়ক মারধর করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসে এবং তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এক পর্যায়ে মানুদাকান্তর নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ওইদিন রাতে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আইসিইউ’র লাইফ সাপোর্টে রয়েছেন এবং এখনও তার জ্ঞান ফেরেনি। এ ব্যাপারে তার স্ত্রী শান্তনা লাহিড়ী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ কে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার আলোকিত বাংলাদেশকে বলেন, মামলায় অভিযুক্তদের মাথার চুল কাটার কথা বলায় তাকে বেদম মারধর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তারা পলাতক ও মোবাইল বন্ধ রাখায় গ্রেফতারে জটিলতার সৃষ্টি হচ্ছে। তবে ২-৪ দিনের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত