ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জবির ছাত্রী হলে বৈদ্যুতিক যন্ত্রপাতি নিষিদ্ধ

জবির ছাত্রী হলে বৈদ্যুতিক যন্ত্রপাতি নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী হলের রুমে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে হল প্রশাসন।

গতকাল ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটররা পরিদর্শন কালে বিভিন্ন কক্ষে বৈদ্যুতিক যন্ত্রপাতির খোঁজ পাওয়া যায়। বর্তমানে এসব যন্ত্রপাতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় হলের রুমে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার নিষিদ্ধ করা হলো। এ নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, অবৈধভাবে এসব বৈদ্যুতিক পণ্য ব্যবহার করায় প্রায় প্রতিদিনই বিভিন্ন তলায় বিদ্যুৎ সমস্যা হচ্ছিল। গত শনিবারও তিন চারটা শর্ট সার্কিট হয়েছিল, এতে মেয়েরা ভয় পায়, আতঙ্কিত হয়।

পরে হলের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা সাহায্যের জন্য এগিয়ে আসে। তাই দুর্ঘটনা এড়াতে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এসব পণ্য ব্যবহার না করতে নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত