দুই কর্মকর্তার বক্তব্য নিয়ে সমালোচনা
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে তারপরও বন্ধ হয়নি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসেয়িসের নিচে থাকায় মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। এ নিয়ে দুই প্রাথমিক ও জেলা শিক্ষা কর্মকর্তার দুই রকম বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথমশ্রেণির আবহাওয়া অফিস এ জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গতকাল সকাল ৬টায় সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও সকাল ৯টায় কমে ৭ দশমিক ৭ ডিগ্রিতে নেমেছে। তবে সকাল থেকেই আকাশে সূর্যের দেখা মিললেও শীত একটু বেড়েছে। আগামীকাল (আজ) থেকে এ শীত আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আগের দিনের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কমে গতকাল সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ তাপমাত্রা শনিবার ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান বলেন, আকাশে সূর্য দেখা দেয়ায় গতকাল ক্লাস চালু রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি দিলে লেখাপড়ায় বিঘ্ন ঘটে। এজন্য তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কিছু নিচে থাকায় গতকাল জেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো: আফসার আলী আলোকিত বাংলাদেশকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এ কারণে জেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (দাখিল মাদ্রাসাসহ) ক্লাস রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে এ দুই কর্মকর্তার দুই রকমের বক্তব্য নিয়ে শিক্ষকদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।