ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে রাস্তায় পাইপ বসিয়ে বালু সরবরাহের দায়ে জরিমানা

সিরাজগঞ্জে রাস্তায় পাইপ বসিয়ে বালু সরবরাহের দায়ে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাই বাজারে বালু সরবরাহের জন্য যাতায়াতের রাস্তায় পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলার ফুলজোড় নদী খনন প্রকল্পের উত্তোলিত বালু সরবরাহের জন্য বাজার এলাকার ওই রাস্তার উপর পাইপ বসিয়ে রাস্তার পাশেই স্তূপ করে রাখে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে রাস্তায় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইউসুফ আলীকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত