চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় র্যাবের বিশেষ অভিযান পরিচালনাকালে শীর্ষ সন্ত্রাসী মো. সরোয়ার আলমকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকালে উত্তর ঘাটচেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরোয়ার মৃত বশির আহাম্মদ ওরফে কমান্ডার বশিরের ছেলে। তিনি রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, সরোয়ারের দেওয়া তথ্য অনুযায়ী পাশের সেমিপাকা ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় রাখা দেশীয় তৈরি ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ী।
রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র এবং মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রের মুখে মারধর, চাঁদাবাজি এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে।
তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সরোয়ার আলমের নামে রাঙ্গুনিয়া এবং চান্দগাঁও থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ মোট ৮টি মামলা রয়েছে।