ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রাম বিমানবন্দর থেকে স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দর থেকে স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারটি স্বর্ণের বারসহ বিমানবন্দরের এক স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। গতকাল সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা স্বার্ণসহ তাকে আটক করেন। বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা, রাষ্ট্রীয় দুই সংস্থা সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে। ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রাথমিক ধারণা করা অনুযায়ী, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন। বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা বার স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হচ্ছে। স্বর্ণের বারগুলো কীভাবে ওই কর্মকর্তার হাতে এলো এ বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত