ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দূর হয়েছে শৈত্যপ্রবাহ, বিভিন্ন স্থানে বৃষ্টি

দূর হয়েছে শৈত্যপ্রবাহ, বিভিন্ন স্থানে বৃষ্টি

একদিনের ব্যবধানে দেশে সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহও দূর হয়েছে।

অন্যদিকে বৃষ্টি শুরু হয়েছে। খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল দেশের পাঁচ বিভাগে কম-বেশি বৃষ্টি হওয়ার আভাস দেন আবহাওয়াবিদরা। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে রাতের তাপমাত্রা বেড়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত