ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে হবে : রবি ভিসি

তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে হবে : রবি ভিসি

ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে পাবনায় মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপমহাদেশের অন্যতম প্রাচীন পাঠাগার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রধান অতিথি হিসেবে এ বইমেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর শাহ আজম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রাচীনতম এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি শতবর্ষব্যাপী জ্ঞানের আলো বিতরণ করে চলেছে। যদি আমাদের একটি সমৃদ্ধ জাতি তৈরি করতে হয়, তাহলে আমাদের একটি সক্ষম প্রজন্ম তৈরি করতে হবে। এ প্রজন্মকে জ্ঞানে, রুচিতে ও অভিজ্ঞতায় আলোকিত করে গড়ে তুলতে তাদেরকে লাইব্রেরি মুখী করতে হবে। বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে জ্ঞানের নির্যাস ও সভ্যতার সারকথা। বিদ্যার সঙ্গে গ্রন্থের সম্পর্ক সুপ্রাচীন কাল থেকে বহমান। এককালের জ্ঞান অন্য কালের মানুষের হাতে পৌঁছে যায় বইয়ের মাধ্যমে। জ্ঞানের ধারক বাহক বই আমাদের নিকট তাই অতীতের সম্পদ, বর্তমানের আনন্দ ভুবন, ভবিষ্যতের উজ্জ্বল দিশারী। ওই লাইব্রেরির সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনার প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক প্রফেসর কামরুজ্জামান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এবং বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান। এর আগে অতিথিরা ১৩৪ বর্ষী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে ৭০০ বছরের পুরোনো তালপাতায় লেখা পুথি ও দুষ্প্রাপ্য গ্রন্থপ্রদর্শনীর উদ্বোধন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত