ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রামু ক্রসিং হাইওয়ে থানা

মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ

মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করা উদ্যোগ নিয়েছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। গতকাল মহাসড়কের লিংকরোড বাজারের সড়কের অংশের দোকান উচ্ছেদ করা হয়। রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মহাসড়কের পাশে মূল দোকানের সামনে ফুটপাতের উপর দোকান বসিয়ে একশ্রেণির লোকজন ব্যবসা করে আসছিল। যার ফলে সড়কে যানজট সৃষ্টি হয়। মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কক্সবাজারে ঐতিহ্যগতভাবে রাস্তার উপর হাটবাজার বসানো হয়। বিশেষ করে গরুর বাজারগুলো দুর্ঘটনার অন্যতম কারণ। ইজারাকৃত হাটবাজার রাস্তার উপর থেকে সরানোর উদ্যোগ নেয়া দরকার। এতে কমে আসবে দুর্ঘটনা। তিনি জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

অভিযানে নেতৃত্বদানকারী রামু ক্রসিং হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মো. আজহারুল ইসলাম জানান, গতকালের অভিযানে মহাসহড়কে নিষিদ্ধ ১০টি সিএনজি, ৫ টি অটোরিকশা (টমটম) আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। তিনি ফুটপাত দখলমুক্ত রাখতে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

এসআই মো. আজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন সার্জেন্ট জয়ন্ত সরকার ও সার্জেন্ট শাহাবুদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত