দিনাজপুরে আম গাছের কচি ডগা ভেদ করে বের হতে শুরু করেছে মুকুল। গাছে গাছে আমের মুকুল দেখে মনে হচ্ছে ঋতুরাজ বসন্ত এসে গেছে। দিনাজপুর জেলার ১৩টি উপজেলার কিছু কিছু আমগাছের কচি শাখায় শোভা পাচ্ছে মুকুল। আমের শাখায় শাখায় উড়ে বেড়াচ্ছে মৌমাছি।
আমগাছে মুকুল আসার আগ থেকেই পরিচর্যা শুরু করেছেন স্থানীয় চাষিরা। আম বাগানগুলোতে ব্যস্ত সময় পার করছেন তারা। মুকুল টিকিয়ে রাখতে প্রতিনিয়ত বালাইনাশক প্রয়োগ করছেন চাষিরা।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় চলতি মৌসুমে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার গত মৌসুমের চেয়ে বেশি জমিতে আম চাষ হবে। মুকুল টিকিয়ে রাখতে চাষিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হওয়ার আশা করছে কৃষি বিভাগ।
দিনাজপুর জেলার আম চাষিরা জানান, মুকুল আসার এক সপ্তাহ আগ থেকে তারা গাছের পরিচর্যা করতে শুরু করেছেন। ঘন কুয়াশার কারণে মুকুল কিছুটা ঝরে গেছে। অবশিষ্ট মুকুল টিকিয়ে রাখতে কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক বিভিন্ন পদ্ধতিতে বালাইনাশক প্রয়োগ করছেন। অনুকূল আবহাওয়া থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান জানান, চলতি মৌসুমে জেলার প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে আম চাষ হবে। কিছু কিছু গাছে মুকুল আসতে শুরু করেছে। এরইমধ্যে চাষিরা গাছের পরিচর্যা শুরু করেছেন। চাষিদের কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করছেন। কৃষি কর্মকর্তারা চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে গাছে পরিপূর্ণ মুকুল আসবে বলে আশা করেন তিনি।