ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে বাড়াতে হবে স্মার্ট কর্মসংস্থান

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
বাংলাদেশে বাড়াতে হবে স্মার্ট কর্মসংস্থান

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তাই স্মার্ট এ দেশে বাড়াতে হবে স্মার্ট কর্মসংস্থান। গতকাল শনিবার বিকালে নগরীর পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বাণিজ্য মেলায় শুধু বিনোদন নয় ব্যবসা বাড়াতে সমন্বিত উদ্যোগ নিতে পারে ব্যবসায়ী নেতারা। তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ ভাগ গার্মেন্টস শ্রমিক রংপুর অঞ্চলের। টঙ্গী, গাজিপুর ও নারায়ণগঞ্জে বিনিয়োগকারী ব্যবসায়ীদের রংপুর অঞ্চলে বিনিয়োগ করতে উৎসাহিত করা হচ্ছে। খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ‘মঙ্গার দেশ’ হিসেবে পরিচিত এ অঞ্চল থেকে বর্তমান সরকার মঙ্গাকে বিতারিত করেছে। এক সময় দারিদ্রের কারণে রংপুরবাসীকে মফিজ বলা হতো। সেই রংপুরকে এগিয়ে নিতে রংপুরে দেওয়া হয়েছে ইন্ডাষ্ট্রিয়াল গ্যাস। এছাড়া জ্বালানির জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই করোনা মহামারি দেখা দেয় বিশ্বে। এরপর প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনায় সেই সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেই সংকট কাটতে না কাটতে মধ্যপ্রাচ্যের সংকট আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তারপরও আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উন্নয়নের দিকে যাচ্ছি। বাণিজ্য মেলার এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আকবর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মো. রেজওয়ানুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, প্রিন্স ইভেন্ট ম্যানেজম্যান্টের আঙ্গুর হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত