সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের আজীবন সদস্য, বিটিভি’র সাবেক প্রতিনিধি, সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী (৮৫) আর নেই। গতকাল সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়েসহ বহু গুণগাহী রেখে গেছেন। বাদ মাগরিব সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে কেন্দ্রীয় মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বর্তমান এমপি ড. জান্নাত আরা হেনরী, সাবেক এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য্য, আলহাজ ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দর রউফ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতক, প্রেসক্লাবের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, তিনি রাজনৈতিক জীবনে বিভিন্ন নির্যাতনসহ একাধিকবার জেল খেটেছেন। ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলন করতে গিয়ে বহুবার পলাতক ছিলেন তিনি। তিনি ১৯৭২ সন থেকে দৈনিক ইত্তেফাকের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে সংবাদিকতা শুরু করেন।