ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

‘গ্রন্থাগার বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাসুমা নাজনীন, জুনিয়র লাইব্রেরিয়ান সজীব আহম্মেদ, ভ্রাম্যমাণ লাইব্রেরির লাইবেরি কর্মকর্তা আল মামুন, সালেহা বেগম স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহবুবে খোদা টুটুল, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আব্দুল লতিফ গণ পাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয় প্রমুখ।

আলোচনা সভা শেষে এ দিবস উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা ও বই পাঠের প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত