ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ড. দেবী নারায়ন রুদ্র পালের মৃত্যু

বশেমুরকৃবি’র ভিসির শোক

বশেমুরকৃবি’র ভিসির শোক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যানবিদ ড. দেবী নারায়ন রুদ্র পাল গতকাল সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তার মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, এই বরেণ্য বিজ্ঞানী বাংলাদেশের কৃষি উন্নয়ন ও গবেষণায় অসামান্য অবদান রেখেছেন। তিনি গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ১৯৭৬ সাল থেকে ২০০৮ সালের আগস্ট পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে পরিসংখ্যান বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পূর্বতন প্রতিষ্ঠান ইনস্টিটিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা)’য় পরিসংখ্যান বিভাগের এডজাঙ্ক প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি বিদেশে কর্মরত দুই ছেলে রেখে গেছেন। এই বরেণ্য বিজ্ঞানীর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া তার বিদেহী আত্মার চির শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত