ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ময়লার ভাগাড়ে পাওয়া নবজাতক পেল আপন ঠিকানা

ময়লার ভাগাড়ে পাওয়া নবজাতক পেল আপন ঠিকানা

কুমিল্লা তিতাসে ময়লার ভাগাড় থেকে উদ্ধার হওয়া নবজাতকের অবশেষে স্থায়ী ঠিকানা হলো তিতাসের উত্তর আকালিয়া গ্রামের প্রবাসী মো. আক্তার হোসেনের সংসারে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গতকাল দুপুরে নবজাতকটি আক্তার হোসেনের স্ত্রী নুরুন নাহারের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার উত্তর আকালিয়া গ্রামের তিনবন্ধু সাব্বির, ফয়সাল ও সজিব গত শনিবার সন্ধ্যা ৭টায় বাতাকান্দি বাজার থেকে নিজ গ্রাম উত্তর আকালিয়াতে যাচ্ছিল। এসময় উত্তর আকালিয়া সেতুর কাছে ময়লার ভাগাড় থেকে ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। তখন তারা নবজাতকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। পরবর্তীতে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। নবজাতকটি সুস্থ থাকায় দত্তক দেওয়ার জন্য উপজেলা শিশু কল্যাণ বোর্ড থেকে দরখাস্তের আহ্বান করা হয়। এদিকে গতকাল দুপুরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সকল আবেদন ও সার্বিক দিক পর্যালোচনা করে উপজেলার উত্তর আকালিয়া গ্রামের প্রবাসী মো. আক্তার হোসেনের স্ত্রী নুরুন নাহারের কাছে নবজাতকটি হস্তান্তর করা হয়। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত