ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তথ্য না দেয়ায় রেলওয়ের ডিজিকে তথ্য কমিশনে তলব

তথ্য না দেয়ায় রেলওয়ের ডিজিকে তথ্য কমিশনে তলব

তথ্য অধিকার আইনে আবেদন করার পর তথ্য না দেয়ায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে (ডিজি) তলব করেছে তথ্য কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক রাশিদুল হাসানের অভিযোগের শুনানি শেষে তথ্য কমিশন এ নির্দেশনা দেয়। ডিজি ছাড়া আগামী ৬ মার্চ রেলওয়ের উপপরিচালক টিসি আনসার এবং পরিচালক টিসি নাহিদ আহসান খানকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় এজলাশে প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও তথ্য কমিশনার মাসুদা ভাট্টি উপস্থিত ছিলেন। এজলাশে বাদী রাশিদুল হাসান আদালতকে জানান, তিনি গত বছরের ২২ আগস্ট বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ইজারা সংক্রান্ত তথ্যের জন্য আবেদন করেন। তথ্য না পেয়ে পরবর্তীতে ১৭ অক্টোবর রেলওয়ের মহাপরিচালক বরাবর আপিল করেও তথ্য পাননি। এরপর ১৪ নভেম্বর তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। আদালতে সাংবাদিক রাশিদুল হাসান বলেন, তথ্য কমিশন সমন জারি করে ৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করলে সমন পেয়ে রেলওয়ের তথ্য দপ্তরের কম্পিউটার অপারেটর খসরু পারভেজ কল করে ৩১ জানুয়ারি রেলভবনে যেতে বলেন। আমি রেলভবনে যাওয়ার পর আমাকে বলেন, আপনি যে তথ্য চেয়েছেন তা ঠিকাদারের বিরুদ্ধে যায়। তিনি প্রস্তাব করেন ঠিকাদার আপনাকে চা মিষ্টি খাওয়াতে চান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত