কুষ্টিয়ার রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টে আলহাজ বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ বশির আহমেদের সভাপতিত্বে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণের যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে তরুণ প্রজন্মের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক বেশি উদ্দীপ্ত। তাদের কাজকর্মের সক্ষমতা তাক লাগায়। বর্তমানের শিক্ষার্থীরা অনেক বেশি ইনোভেটিভ ও বস্তুগত তথ্য রাখে এবং অনেক বেশি স্বপ্ন দেখে। তিনি তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে উদ্বুদ্ধ করেন। নবীন শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী শিক্ষাপ্রক্রিয়া থেকে ঝরে পড়ছে, এটা খুব দুঃখজনক। আমরা চাই একজনও এর বাইরে থাকবে না। এই সমস্যার সমাধান করতে হবে, এক্ষেত্রে সরকারের পাশাপাশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানেরও দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, আজকের এ বৃত্তিদানকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এটি আপনাকে গর্বিত করবে এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।০