সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রী মুক্তি খাতুন (১৯) হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মাসুদকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মাসুদ তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের সুরুত আলীর ছেলে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন গত বুধবার দুপুরে এ রায় দেন। ওই আদালতের পেশকার মুক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গতকাল দুপুরে সাংবাদিকদের জানান, বিয়েতে যৌতুকের বাকি ১৭ হাজার টাকা না দেয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা করে মাসুদ। ২০০৮ সালের ২৭ আগস্ট এ হত্যাকাণ্ড ঘটে। মাসুদের সঙ্গে ঘটনার ৫ মাস আগে মুক্তি খাতুনের (১৯) বিয়ে হয়। এ বিয়ের সময় ৩০ হাজার টাকা যৌতুকের মধ্যে ১৩ হাজার টাকা পরিশোধ করা হয় এবং বাকি ১৭ হাজার টাকার জন্য দুই মাসের সময় নেয়া হয়। নির্ধারিত সময়ে ওই যৌতুকের বাকি টাকা না পেয়ে মাসুদ তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এ মামলা তদন্ত শেষে স্বামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন