ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পঞ্চগড়ে ফের ৭.৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা

পঞ্চগড়ে ফের ৭.৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা

শীতের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আবারো কমেছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যেই ছিল। তবে গতকাল আবারো নেমেছে ৭ এর ঘরে। সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দুদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়। শীতে আবারো দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে গতকাল সকালের দিকে সূর্যের আলোর সঙ্গে স্বস্তি ফেরে জনজীবনে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যেই ছিল। গতকাল সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রাও সামান্য কমে রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত