ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের অবৈধ ৯ ইটভাটায় অভিযান

৪৭ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের অবৈধ ৯ ইটভাটায় অভিযান

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জেলার বিভিন্ন স্থানে অবৈধভঅবে ইটভাটার কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রায়গঞ্জ উপজেলার ৮টি ও তাড়াশ উপজেলার ১টি ইটভাটায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ওইসব ইটভাটা মালিকদের বিভিন্ন পরিমাণে ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল গফুর সাংবাদিকদের জানান, জেলার বিভিন্ন স্থানে অনেক ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এবং সরকারি নিয়মনীতি না মেনেই অবৈধভাবে এসব ভাটা পরিচালনা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এ তথ্য ও অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত